Banglamed
0
NOTIFICATIONS
Loading...

BANGLAMED PUBLICATION

Banglamed Writers Registration Form

Authors

সম্মানিত চিকিৎসক!

বাংলামেড পাবলিকেশন বাংলাদেশের মেডিকেল প্রকাশনার এক অনন্য ও জনপ্রিয় নাম । বাংলামেড পাবলিকেশন ২১ শে ফেব্রুয়ারি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলামেড থেকে এতোমধ্যে ১০০+ বই ও ৩০০+ নোটবুক প্রকাশিত হয়েছে । বাংলাদেশে মেডিকেল সাইন্সকে মেডিকেল স্টুডেন্ট ও চিকিৎসকদের মাঝে সহজভাবে তুলে ধরতেই বাংলামেড পাবলিকেশনের এই নিরন্তর প্রয়াস ।


মেডিকেল প্রকাশনায় বাংলামেডের এই মহৎ যাত্রায় আমরা একঝাঁক অভিজ্ঞ , নবীন ও আগ্রহী লেখক খুজঁছি । তাই আগ্রহী হলে নিচের তথ্যগুলো পূরণ করে বাংলামেডের সাথেই থাকুন ।


পরবর্তীতে আগ্রহীদের ও বাছাইকৃতদের নিয়ে বাংলামেড মতবিনিময় সভার আয়োজন করবেন ।


ধন্যবাদ

বাংলামেড পাবকিকেশন

(২৫১ এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, ঢাকা, যোগাযোগ- 01404432534)

ছবি, বর্ণনা ও অফিসিয়াল তথ্য দিন। সম্পন্ন হওয়া তথ্য পরবর্তীতে ধন্যবাদসহ কমন লিংকের মাধ্যমে আপডেট করতে পারবেন।

ফর্ম পূরণ করার পর প্রশাসক পাঠানো তথ্য যাচাই করে প্রবেশাধিকার দিবেন।

নিজে অবলম্বনযোগ্য তথ্য, ছবি এবং বর্ণনা যোগ করুন — ভবিষ্যতে যে কোনো সময়েই নিজে আপডেট করতে পারবেন।